লায়ন্স ক্লাব অব চিটাগাং ড্রিম সিটির হান্ড ওভার ও টেক ওভার অনুষ্ঠান গত ২৬ জুলাই সিএলএফ ভবনের প্রকৃতি হলে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে সভাপতিত্ব করেন ২০২৪–২০২৫ সালের ক্লাব প্রেসিডেন্ট লায়ন আনোয়ারুল আজীম চৌধুরী। শপথ বাক্য পাঠ করান জয়েন্ট সেক্রেটারী লায়ন এমাজ উদ্দীন। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন ২০২৫–২০২৬ সেবাবর্ষের প্রেসিডেন্ট লায়ন হোসেন মুন্না। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেক্রেটোরী লায়ন আবদুল আলিম রানা। প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মুসলেহ উদ্দীন আহম্মেদ অপু বিশেষ অতিথি ছিলেন আইপিডিজি লায়ন কোহিনুর কামাল,১ম ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন, ২য় ভাইস গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী। বক্তব্য রাখেন কেবিনেট সেক্রেটারী আবু মোরশেদ, কেবিনেট ট্রেজারার গাজী মোহাম্মদ শহীদ উল্ল্যা, লায়ন এ কে এম নবীউল হক সুমন, লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর উদ্দিন, লায়ন আবদুল মান্নান, লায়ন আনোয়ারুল আজীম চৌধুরী, লায়ন মোহাম্মদ সেলিম, লায়ন ইকবালুর রহমান, লায়ন মোহাম্মদ বাবর আলী, লায়ন জাকের উল্ল্যা,লায়ন হাসান মাহমুদ চৌধুরী তানিম, লায়ন হামিদা খাতুন পান্না, লায়ন এম এ আজিজ, লায়ন সিরাজুল মাওলা কামাল প্রমুখ। জেলা গভর্নরের ‘একতাতে সমৃদ্ধি’ ডাক উপলক্ষে ২টি এতিম মাদ্রাসায় ৬০ পিস কোরআন শরীফ বিতরণের মধ্য দিয়ে সেবাবর্ষ শুরু হয়। প্রধান অতিথি বলেন, লায়নজিমের মাধ্যমে আমরা একে অপরের কাছাকাছি আসার সুযোগ হয়। ঠিক তেমনি লায়নজিমের মাধ্যমে সমাজের হতদরিদ্রদের কল্যাণে সকল লায়নজিমের সহযোগিতায় কাজ করার ঐকান্তিক সুযোগ পায়।এই বৃহত্তর সুযোগকে আরো মানবিক ও কল্যাণকামী কাজে আমাদের এগিয়ে যেতে হবে। সভার সভাপতি নিষ্ঠা,সততা ও সকলের ঐক্যবদ্ধ প্রয়াসে আরো বেশি জনহিতকর কাজের মাধ্যমে ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সকল লায়নজিমকে মহাননুভবতার সাথে আরো বেশি মানবিক কাজে আত্ননিয়োগের আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।