লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলীর খাদ্য সামগ্রী বিতরণ

| শুক্রবার , ৭ মে, ২০২১ at ৬:১৭ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলীর উদ্যোগে গত ৫ মে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গরিবউল্লাহ শাহ মাজারের সন্নিকটে অপুরূপা আবাসন সমিতি ও ডেবার পাড়ের পশ্চিমে ইলমুল কুরআন মোহেববিয়া মাদরাসা ও এতিমখানায় এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীতে ছিল চাল, ডাল, তেলসহ অন্যান্য খাদ্য ও ঈদ সামগ্রী। ক্লাব প্রেসিডেন্ট লায়ন শুভ নাজ জিনিয়ার সঞ্চলনায় খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪ এর ২য় জেলা ভাইস গভর্নর লায়ন শামসুদ্দিন আহমদ সিদ্দিকী, কেবিনেট সেক্রেটারি লায়ন অশেষ কুমার উকিল, লায়ন আবদুর রহিম-জোন চেয়ারপারসন, লায়ন শাহ আলম, লায়ন আশরাফুল ইয়াছিন, লায়ন গাজী লোকমান হাসান চৌধুরী। মাদরাসার দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুর্গতদের গৃহে খাদ্য সহায়তা পৌঁছে দিন : এম এ সালাম
পরবর্তী নিবন্ধসংকটে আ.লীগের নেতাকর্মীরাই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায়