চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের গ্যালারি কক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগং এর উদ্যোগে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা, বিনামূল্যে ব্রেস্ট স্ক্রিনিং, অনুদানের চেক প্রদান এবং এমওইউ স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। লায়ন্স ক্লাব অব চিটাগং এর প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিনের সভাপতিত্বে এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চিকিৎসক ডা. নুজহাত শারমিনের সঞ্চালনায় গতকাল শনিবার সকালে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫, বি–৪ বাংলাদেশের গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫, বি–৪ বাংলাদেশের ২য় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিক, নাজমুল হক চৌধুরী এবং পিডিজি লায়ন কামরুন মালেক। ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাব সেক্রেটারি লায়ন বাসুদেব সিনহা।
এছাড়া উপস্থিত ছিলেন রিজিওন চেয়ারপার্সন হেড কোয়ার্টার লায়ন তারেক কামাল, জিইটি কো–অর্ডিনেটর লায়ন আনিসুল হক চৌধুরী, জোন চেয়ারপার্সন লায়ন মো. সাইফুল আলম পাটোয়ারী, হাঙ্গার চেয়ারম্যান ও লিও অ্যাডভাইজর লায়ন আবু নাসের রনি, প্রেসিডেন্ট অ্যাডভাইজর লায়ন সিলবাস্টার বার্নাডেট, সার্ভিস চেয়ারম্যান লায়ন ইসমাঈল চৌধুরী, সার্ভিস কমপ্লেক্স চেয়ারম্যান লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, রিজিওন চেয়ারপার্সন লায়ন এস কে পালিত, রিজিওন চেয়ারপার্সন লায়ন এম সোহেল খান, ভাইস প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আইয়ুব, ক্লাব ট্রেজেরার লায়ন অনুপম মজুমদার, জয়েন্ট ট্রেজারার লায়ন বিপ্লব চক্রবর্তী তুহিন, লায়ন রোকেয়া জামান, টেইল টুইস্টার লায়ন মানস বড়ুয়া, লায়ন মহাদেব ঘোষ, লায়ন সুবর্ণা চৌধুরী, লায়ন মো. খোরশেদ আলী, লায়ন রওশন জাহান, লায়ন ইয়াসমিন, লায়ন ডা. ফাহিম হাসান রেজা, লায়ন ডা. মো. কামরুল হাসান, মো. হামিদ হাসান নোমানি, লায়ন এডাম ম্যাথিউ, লিও জেলা প্রেসিডেন্ট লিও শওকত হোসেন, ভাইস প্রেসিডেন্ট লিও সিফাতুল ইসলাম সামি প্রমুখ। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট ডা. কামরুন নাহার দস্তগীর, জেনারেল সেক্রেটারি মো. রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল হাসান, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মো. সানাউল্লাহ, কালচারাল সেক্রেটারি ডা. ফজল করিম বাবুল, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. তারিকুল ইসলাম তানভীর, মো. সাইফুল আলম, মো. আবুল হাশেম, প্রফেসর ডা. অসীম কুমার বড়ুয়া, ডা. মো. নুরুল হক, ডা. একেএম আশরাফুল করিম, মোহাম্মদ মোশাররফ হোসাইন, ডা. শেফাতুজ্জাহান, ডা. মো. কামরুল হাসান ও ডা. মাহদী হাসান রাসেল।
লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু তার বক্তব্যে বলেন, লায়ন্স পরিবার সবসময় মানুষের স্বাস্থ্য ও কল্যাণে পাশে রয়েছে। ব্রেস্ট ক্যান্সার একটি নীরব ঘাতক হলেও প্রাথমিক পর্যায়ে স্ক্রিনিং করলে এটি প্রতিরোধযোগ্য ও নিরাময়যোগ্য। তিনি বলেন, মানুষের কল্যাণে একতাবদ্ধ হয়ে ক্যান্সার চিকিৎসা, পিছিয়ে পড়া মানুষের জন্য স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে সহায়তা ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করলে সমৃদ্ধ সমাজ বিনির্মাণ সম্ভব হবে।
লায়ন আবু বক্কর সিদ্দিকী বলেন, লায়ন্স জেলা নেতৃত্ব প্রতিজ্ঞাবদ্ধ। আমরা কেবল সচেতনতা নয়, কার্যকর চিকিৎসা সেবা, সঠিক তথ্য এবং সহমর্মিতা নিয়েও মানুষের পাশে থাকব। কারণ প্রতিটি জীবনই অমূল্য।
লায়ন কামরুন মালেক বলেন, লায়ন্স সংগঠন বিশ্বাস করে একটি সুস্থ সমাজ গড়ে উঠবে কেবল তখনই, যখন আমাদের মা–বোনরা সুস্থ থাকবেন। তাই ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং–এর বার্তা প্রত্যেক নারীর কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। লায়নিজমের সেবার মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে ক্যান্সারসহ দুরারোগ্য ব্যাধি প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
মা ও শিশু হাসপাতালের ক্যান্সার সচেতনতা, চিকিৎসা ও সেবা কার্যক্রমকে আরো গতিশীল করতে লায়ন্স ফাউন্ডেশনের অনুদান বৃদ্ধিতে গুরুত্ব দেওয়ার জন্য লায়ন সৈয়দ মোরশেদ হোসেন আহ্বান জানান। লায়ন রেবেকা নাসরিন বলেন, আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা সকলকে আহ্বান জানাচ্ছি– ব্রেস্ট ক্যান্সার বিষয়ে ভয় নয়, সচেতনতাই আমাদের শক্তি। পরীক্ষার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি নিজের এবং পরিবারের জন্য সচেতনতা বৃদ্ধি করতে হবে।
ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বিষয়ক বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. শেফাতুজ্জাহান। সবশেষে অতিথিবৃন্দ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সাথে লায়ন্স জেলার এমওইউ স্বাক্ষর সম্পন্ন করেন ও অনুদানের চেক হস্তান্তর করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।