লায়ন্স ক্লাব অব চিটাগং এর বোর্ড সভা লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিনের সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন বাসুদেব সিনহার সঞ্চালনায় নগরীর চকবাজার এলাকায় লায়ন্স সার্ভিস কমপ্লেক্স প্রাঙ্গণে ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি–৪ এর প্রাক্তন জেলা গভর্নর লায়ন নাজমুল হক চৌধুরী, প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক, ডিস্ট্রিক্ট ইভ্যালুয়েশন কমিটির চেয়ারম্যান লায়ন তপন কান্তি দত্ত, রিজিওন চেয়ারপার্সন ১ লায়ন নিশাত ইমরান, ক্লাবের প্রজেক্ট চেয়ারম্যান লায়ন ইসমাইল চৌধুরী, লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের চেয়ারম্যান লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন এম. সোহেল খান, ক্লাব সহ–সভাপতি লায়ন মোঃ আইয়ুব, জয়েন্ট সেক্রেটারী লায়ন লিটন কান্তি দত্ত, ক্লাব ট্রেজারার লায়ন অনুপম মজুমদার, ইন্টারন্যাশনাল মার্কেটিং চেয়ারপার্সন লায়ন মোঃ খোরশেদ আলী, টেইল টুইস্টার লায়ন মানস বড়ুয়া, ক্লাব ডাইরেক্টর লায়ন মহাদেব ঘোষ, লায়ন রোকেয়া জামান, লায়ন সাহেদা কামাল, লিও ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লিও মিনহাজুর রহমান শিহাব এবং ক্লাব ডিরেক্টর লিও শেখ মুনতাসির মামুন।
লায়ন কামরুন মালেক বলেন, লায়ন্স ক্লাব অফ চিটাগং সবসময় জনসম্পৃক্ত ও মানবকল্যাণের তরে সেবামূলক কার্যক্রম হাতে নেয়। পিছিয়ে পড়া কম সৌভাগ্যবান মানুষের ভাগ্য উন্নয়ন যেন লায়নিজমে গুরুত্ব পায় সেজন্য তিনি আহ্বান জানান। লায়ন্স ক্লাব চিটাগংয়ের সভাপতি লায়ন রেবেকা নাসরীন বলেন, মানবতার সেবায় নিয়োজিত হয়ে সেবামূলক কাজের মাধ্যমে প্রকৃত সাহায্যপ্রার্থীদের পাশে দাঁড়াতে হবে। তিনি বোর্ড সভায় উপস্থিত লায়ন্স নেতৃবৃন্দসহ সকল লায়ন ও লিওদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।











