লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের বোর্ড সভা লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিনের সভাপতিত্বে ও সেক্রেটারি লায়ন বাসুদেব সিনহার সঞ্চালনায় কলেজ রোডস্থ লায়ন্স সার্ভিস কমপ্লেক্স প্রাঙ্গণে গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। এতে অতিথি ছিলেন লায়ন জেলা ৩১৫ বি–৪ এর প্রাক্তন জেলা গভর্নর লায়ন ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক, প্রাক্তন ডিস্ট্রিক্ট কেবিনেট সেক্রেটারী লায়ন জি কে লালা, ডিস্ট্রিক্ট ইভ্যালুয়েশন কমিটির চেয়ারম্যান লায়ন তপন কান্তি দত্ত, ক্লাবের প্রজেক্ট চেয়ারম্যান ও আর সি লায়ন ইসমাইল চৌধুরী, লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের চেয়ারম্যান লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, এলসিআইএফ চেয়ারপার্সন লায়ন নিশাত ইমরান, লিও অ্যাডভাইজার লায়ন আবু নাসের রনি, ডিস্ট্রিক্ট রিজিয়ন চেয়ারপার্সন লায়ন এম সোহেল খান, সদ্য প্রাক্তন ক্লাব সভাপতি লায়ন বাবুল কান্তি লালা, সহ–সভাপতি লায়ন মো. আইয়ুব, জয়েন্ট সেক্রেটারি লায়ন লিটন কান্তি দত্ত, ক্লাব ট্রেজারার লায়ন অনুপম মজুমদার, জয়েন্ট ট্রেজারার লায়ন বিপ্লব চক্রবর্তী তুহিন, ইন্টারন্যাশনাল মার্কেটিং চেয়ারপার্সন লায়ন মো. খোরশেদ আলী, টেমার লায়ন চিন্ময় তালুকদার, টেইল টুইস্টার লায়ন মানস বড়ুয়া, ক্লাব ডাইরেক্টর লায়ন মহাদেব ঘোষ, লায়ন বেলায়ত হোসেন, লিও ক্লাব অব চিটাগংয়ের প্র্রেসিডেন্ট লিও মিনহাজুর রহমান শিহাব এবং এরিস্টোক্রেসির প্রেসিডেন্ট লিও ইমরুল কায়েস অপু, লিও ক্লাব অব চিটাগংয়ের আইপিপি লিও শাহাদাত হোসেন সাইফ ।
লায়ন ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস বলেন, ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে প্রাচীন ক্লাব হিসেবে লায়ন্স অব চিটাগং ৬৭ বছর ধরে এক অনন্য দৃষ্টান্ত রেখে চলেছে এই জেলায়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পেরে লায়ন্স হিসেবে আমরা নিজেরা গর্বিত। পাশাপাশি সকল লায়ন্সকে এগিয়ে আসার আহ্বান জানান।
লায়ন কামরুন মালেক যেকোনো প্রাকৃতিক দুর্যোগে লায়ন্স ক্লাব অফ চিটাগংয়ের সার্ভিসসমূহের গুরুত্ব তুলে ধরেন। তিনি নতুন লায়ন্স সদস্যদের ক্লাবে স্বাগত জানান এবং লায়নিজম সম্পর্কে জানার জন্য জ্ঞান চর্চার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।