যেখানেই কোনো সমস্যা সেখানেই সমাধান নিয়ে হাজির থাকেন একজন সম্মানিত লায়ন– এ আপ্তবাক্যকে সামনে রেখে কাঠফাটা এ গরমে একজন লায়ন কিংবা লিও হাতগুটিয়ে বসে থাকতে পারি না। আমাদেরকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। বাসাবাড়ি থেকে বাইরে বেরুনোর সময় আমরা যদি হাতে করে ছোট্ট এক/দুই বোতলে শীতল খাবার পানি, খাওয়ার স্যালাইন অথবা লেবু–চিনি–লবণের শরবত নিয়ে প্রত্যেকে বের হই এবং রাস্তায় খেটে খাওয়া দিনমজুর, রিক্সাওয়ালা, ভ্যান কিংবা ঠেলাগাড়ি চালক অথবা রৌদ্র তেজে ক্লান্ত পথচারীকে তা উপহার দিলে তা অশেষ পুণ্যের কাজ হবে। আর, এমন প্রচেষ্টার জন্য পয়সাওয়ালা হবার দরকার নেই, সুন্দর মনমানসিকতা ও সদিচ্ছাই যথেষ্ট। লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের ফেলোশিপ মিটিংয়ে বক্তারা এসব কথা বলেন।
লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সভাপতি লায়ন এম সোহেল খানের সভাপতিত্বে ও লিও ক্লাব অব চিটাগংয়ের সার্ভিস চেয়ারম্যান লিও মোহাম্মদ মাহফুজের পরিচালনায় গতকাল শুক্রবার চকবাজার কলেজ রোডস্থ লায়ন্স সার্ভিস কমপ্লেক্সে ফ্রি ফ্রাইডে ক্লিনিক ও লিও–লায়ন ফেলোশিপ মিটিং অনুষ্ঠিত হয়। লিও–লায়নদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সদ্যপ্রাক্তন সভাপতি ও লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের ট্রেজারার লায়ন আবদুর রব শাহীন, প্রাক্তন সভাপতি লায়ন সাধন কুমার ধর, প্রেসিডেন্ট–ইলেক্ট বীর মুক্তিযোদ্ধা লায়ন বাবুল কান্তি লালা, ক্লাবের সেক্রেটারি–ইলেক্ট ও লায়ন্স সার্ভিস কমপ্লেঙের জয়েন্ট সেক্রেটারি ডিজাইনার লায়ন ইসমাইল চৌধুরী, ক্লাবের ট্রেজারার–ইলেক্ট লায়ন বাসুদেব সিনহা, প্রাক্তন ট্রেজারার ও ক্লাব ডিরেক্টর লায়ন শামসুল হক সরকার, ক্লাব ডিরেক্টর মহাদেব ঘোষ, ডা. মুকেশ বড়ুয়া, লিও শেখ মুনতাসির মামুন, নাজমুল হাসান, মাহমুদুন্নবী রানা, আল মাহমুদ সাকিব, এমরান খান মেহেদী, সরওয়ার আলম সিয়াম, শাশ্বতি বড়ুয়া, মারিয়া দিলশাদ, ইনতিশার রহমান। প্রেস বিজ্ঞপ্তি।