লায়ন্স ক্লাব অব চিটাগং মেট্রোপলিটনের মাসিক সাধারণ সভা পাঁচলাইশস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি লায়ন কাঞ্চন মল্লিকের সভাপতিত্বে এবং ক্লাব সেক্রেটারি লায়ন মাহমুদা করিমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিনিয়র গভর্নর এডভাইজর লায়ন মাহবুবুল হক খান, সিনিয়র গভর্নর এডভাইজর লায়ন জাহাঙ্গীর মিয়া, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন হাসান আকবর, জিএসটি ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর লায়ন মোর্শেদুল হক চৌধুরী, জোন চেয়ারপার্সন লায়ন ফজলে করিম, জোন চেয়ারপার্সন লায়ন বিজয় শেখর দাশ, জয়েন্ট সেক্রেটারি লায়ন রফিকুল হাসান মানিক, ট্রেজারার লায়ন আসিফ গণি, লায়ন বাপন দাশগুপ্ত, লায়ন মি: লি প্রমুখ।
উক্ত সভায় আগামী অক্টোবর মাস লায়ন্স সেবা মাস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয় এবং চাইনিজ মিড অটম ফেস্টিভাল পালন উপলক্ষে বিশেষ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।