লায়ন্স ক্লাব অফ চিটাগাং কর্ণফুলীর ফেলোশিপ সভা

| শুক্রবার , ২৭ জানুয়ারি, ২০২৩ at ৯:৩১ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অফ চিটাগাং কর্ণফুলীর উদ্যোগে গত ১৯ জানুয়ারি স্থানীয় চিটাগাং ক্লাবে ফেলোশীপ মিটিং অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অফ চিটাগাং কর্ণফুলী ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. জহির উদ্দিন হেলাল। অনুষ্ঠানে জেলা ৩১৫বি৪ এর প্রাক্তন গভর্নর সহ বিভিন্ন ক্লাবের সদস্য, জোন চেয়ারপারসন এবং রিজিয়ন চেয়ারপারসনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রাক্তন গভর্নর লায়ন আল সাদাত দোভাষ এবং প্রাক্তন গভর্নর লায়ন মো. মনজুর আলম মঞ্জু জেলার বিভিন্ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এতে আরও উপস্থিত ছিলেন লায়ন ড. দেবাশীষ দত্ত, মো. মোসলেহ উদ্দিন খান, এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মো. আবু বক্কর সিদ্দিকি, জাহাঙ্গীর মিঞা, অশেষ কুমার উকিল, তারেক কামাল, জাহানারা বেগম, শুভনাজ জিনিয়া, মোছলেহ উদ্দিন আহমেদ অপু, সাহেলা আবেদীন, ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলালন পরিষদের সভা
পরবর্তী নিবন্ধউৎসবমুখ পরিবেশে সরস্বতী পূজা উদযাপন