লায়ন্স ক্লাব অফ চিটাগংয়ের নিয়মিত সভা

| শুক্রবার , ৩০ জানুয়ারি, ২০২৬ at ৬:০৯ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অফ চিটাগং এর রেগুলার নিয়মিত সভা চিটাগং সিনিয়রস্‌ ক্লাবের হলরুমে ক্লাব প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিনের সভাপতিত্বে ও সেক্রেটারি লায়ন বাসুদেব সিনহা’র সঞ্চালনায় গত ২৮ জানুয়ারী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদী সম্পাদক ও পিডিজি ফোরামের চেয়ারম্যান লায়ন এম এ মালেক। বিশেষ অতিথি ছিলেন পিডিজি লায়ন ডা. শ্রী প্রকাশ বিশ্বাস, পিডিজি লায়ন কামরুন মালেক, প্রাক্তন ভাইস জেলা গভর্নর লায়ন এস.এম ফারুক, রিজিওন চেয়ারপার্সন১ লায়ন নিশাত ইমরান, ও লিও অ্যাডভাইজর লায়ন আবু নাসের রনি। উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট রিপোর্টিং কমিটির চেয়ারম্যান লায়ন তপন কান্তি দত্ত, লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের চেয়ারম্যান লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, রিজিওন চেয়ারপার্সন লায়ন এস কে পালিত , রিজিওন চেয়ারপার্সন লায়ন এম সোহেল খান , লায়ন সিলভারস্টার বার্নাডেট, লায়ন মোহাম্মদ আইয়ুব, লায়ন অনুপম মজুমদার, লায়ন মো. ইসমাইল চৌধুরী, লায়ন বিপ্লব চক্রবর্তী তুহিন, লায়ন ডা. অশোক কুমার দাশ, লায়ন মানস বড়ুয়া, লায়ন মহাদেব ঘোষ, লায়ন এডাম ম্যাথিউ গণসালভেন্স, লায়ন মৃদুল চৌধুরী বড়ুয়া, লায়ন শিহাব মালেক, লায়ন মোসাদ্দেক শরীফ মানিক, লায়ন কিশোয়ার জাহান খান, লায়ন মনিরুল কবির, লায়ন মো. খোরশেদ আলী, লায়ন আক্তার হোসেন, লায়ন বেলায়েত হোসেন, লায়ন রওশন জাহান, লায়ন বিশ্বজিৎ বড়ুয়া, লায়ন কাঞ্চন বড়ুয়া, লায়ন ডা. মোহাম্মদ মেজবাউল হক চৌধুরী, লায়ন পরিমল চন্দ্র দাশ, লায়ন মো. এসকান্দর, লায়ন টিংকু বড়ুয়া, লায়ন শামীম আরা লুসি, লায়ন সোহানা মেহজাবিন, লায়ন মাফরুহা নিজাম চৌধুরী, লায়ন সুলতান মোহিত উদ্দিন আহমেদ, লায়ন শুভ্রা বিশ্বাস, লায়ন মোসাম্মৎ মরজিনা আক্তার মনজু, লায়ন রবিন সাহা, লায়ন ধীরেন্দ্র ঘোষ, লায়ন মো. শফিউল আযম, লায়ন গাজী মো. হোসেন, লায়ন মো. মাসুদ, লায়ন মো. হারুনুর রশীদ, লিও মিনহাজুর রহমান শিহাব, লিও শাহাদাত হোসেন সাইফ, লিও মো. জাহেদ উদ্দীন রিপন, লিও মারিয়া দিলশাদ, লিও মো. সরোয়ার আলম সিয়াম, লিও এনামুল হক প্রমুখ। লায়ন এম এ মালেক বলেন, লায়ন্স ক্লাব অফ চিটাগং দীর্ঘদিন ধরে মানবসেবা, নেতৃত্ব উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। নিয়মিত সভার মাধ্যমে ক্লাবের কার্যক্রম মূল্যায়ন, ভবিষ্যৎ পরিকল্পনা ও সদস্যদের মধ্যে ঐক্য সুদৃঢ় হয়। তিনি লায়নিজমের মূলমন্ত্র ধারণ করে আরও দায়িত্বশীল ও টেকসই সেবামূলক উদ্যোগ গ্রহণের জন্য সকল সদস্যের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি বর্তমান ক্লাব নেতৃত্বের প্রশংসা করেন এবং ক্লাবের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

লায়ন ডা. শ্রী প্রকাশ বিশ্বাস বলেন, লায়নিজম কেবল একটি সংগঠন নয়, এটি মানবতার সেবায় আত্মনিয়োগের একটি আদর্শ প্ল্যাটফর্ম। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই লায়নিজমের প্রকৃত পরিচয়। তিনি স্বাস্থ্যসেবা, দৃষ্টি সুরক্ষা ও মানবিক কার্যক্রমে লায়ন্স ক্লাব অফ চিটাগংএর অবদানের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তিনি সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও দায়বদ্ধতা বজায় রেখে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।

লায়ন কামরুন মালেক বলেন, একটি সফল ক্লাব পরিচালনার মূল শক্তি হলো সুশৃঙ্খল সংগঠন, কার্যকর নেতৃত্ব ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণ। লায়ন্স ক্লাব অফ চিটাগং নিয়মিত সভা আয়োজনের মাধ্যমে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে প্রশংসনীয় ভূমিকা রাখছে। তিনি ভবিষ্যতে আরও জনকল্যাণমুখী ও সমাজমুখী প্রকল্প গ্রহণের আহ্বান জানান এবং নবীন সদস্যদের স্কুলিং প্রশিক্ষণ ও সম্পৃক্ততার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

লায়ন রেবেকা নাসরিন সম্মানিত পিডিজি, লায়ন সদস্য ও অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের সম্মিলিত প্রচেষ্টায় ক্লাবকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, আসন্ন রমজান মাস ও অন্যান্য সেবা কার্যক্রমকে সফলভাবে বাস্তবায়ন করতে সকলের সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন।রেগুলার মিটিং এ এজেন্ডা ভিত্তিক আলোচনা শেষে ক্লাবের নিয়মিত সেবা কার্যক্রমের অংশ হিসেবে গাউছিয়া কমিটি ৮নং ষোলকবহর ওয়ার্ড পাচঁলাইশ শাখাকে ৬০ জন মূরদা গোসলের সামগ্রী, কাফনের কাপড়সহ আনুষঙ্গিক জিনিসপত্র ও মরদেহ সৎকার কাজে নিয়জিতদের জন্য আর্থিক সহায়তা, অগ্নিকাণ্ড দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা এবং দূরারোগ্য রোগে আক্রান্ত দুস্থ এক ব্যক্তিকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজনগণের মৌলিক অধিকার নিশ্চিত করে ফটিকছড়িবাসীর সেবা করতে চাই
পরবর্তী নিবন্ধতারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সঠিক গন্তব্যে এগিয়ে যাবে