চকবাজার এনামুল হক রোডস্থ লায়ন্স সার্ভিস কমপেক্স প্রাঙ্গণে গত ১১ ডিসেম্বর লায়ন্স ক্লাব অফ চিটাগংয়ের বোর্ড মিটিং সম্পন্ন হয়। লায়ন্স ক্লাব অফ চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিনের সভাপতিত্বে ও সেক্রেটারি লায়ন বাসুদেব সিনহার সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন পিডিজি লায়ন কামরুন মালেক। এছাড়া সভায় বক্তব্য রাখেন লায়ন সার্ভিস কমপ্লেক্সের চেয়ারম্যান লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, লায়ন্স জেলার ইভাল্যুয়েশন কমিটির চেয়ারম্যান লায়ন তপন কান্তি দত্ত, হাঙ্গার চেয়ারপার্সন ও লিও ক্লাব এডভাইজর লায়ন আবু নাসের রনি, সিনিয়র গভর্নর এডভাইজর লায়ন সিলভাস্টার বার্নাডেট, রিজিওন চেয়ারপার্সন লায়ন এস কে পালিত, ট্রেজেরার লায়ন অনুপম মজুমদার, জয়েন্ট ট্রেজেরার লায়ন বিপ্লব চক্রবর্তী তুহিন, অ্যাসোসিয়েট ট্রেজেরার লায়ন অশোক কুমার দাশ, লায়ন এনামুল হক, ক্লাব ডিরেক্টর লায়ন মহাদেব ঘোষ, লিও ক্লাব অফ চিটাগং এর প্রেসিডেন্ট লিও মিনহাজুর রহমান শিহাব, ভাইস প্রেসিডেন্ট লিও রাজেশ লালা, লিও ওমন ঘোষ ও লিও জাওয়াদ আজমাইন সাহিল। লায়ন কামরুন মালেক বলেন, সেবা কার্যক্রমকে আরও মানুষের কাছে পৌঁছাতে প্রচারণা ও কমিউনিটি এনগেজমেন্ট বাড়ানো জরুরি। মানুষ যাতে সহজে তথ্য পায় এবং লায়নিজমের সেবার আওতায় আসতে পারে সে বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। লায়ন রেবেকা নাসরিন বলেন, সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় সেবামূলক কার্যক্রম প্রসার ঘটাতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগোতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।












