লায়ন্স ক্লাবের দিনব্যাপী অফিসার্স স্কুলিং

| রবিবার , ২০ জুন, ২০২১ at ১১:১০ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাবস্‌ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি ৪ এর ২০২১-২০২২ সেবা বর্ষের দিনব্যাপী ক্লাব অফিসার্স (পিএসটি) স্কুলিং অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ জুন নগরীর জাকির হোসেন রোডস্থ কার্যালয়ে ক্লাব সভাপতি, সেক্রেটারি ও ট্রেজারারবৃন্দদের নিয়ে এই অনুষ্ঠান অয়োজন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন আল সাদাত দোভাষ। কেবিনেট সেক্রেটারি (ডেজিগনেট) লায়ন এস.এম. আশরাফুল আলমের (আরজু) সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস্‌ ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন হান্ড্রেড ভাইস এরিয়া লিডার লায়ন ওয়াহিদুর রহমান আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন শেখ সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী ও দ্বিতীয় ভাইস জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন এম ডি এম মহিউদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান কমিটির চেয়ারম্যান এবং ২০২১-২০২২ সেবা বর্ষের জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মো. ওসমান গনি।
এছাড়া বক্তব্য রাখেন প্রাক্তন জেলা গভর্নরবৃন্দ লায়ন এম এ মালেক, লায়ন এ কাইয়ুম চৌধুরী, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন মো. মঞ্জুর আলম মঞ্জু ও কেবিনেট ট্রেজারার (ডেজিগনেট) লায়ন আবু বক্কর সিদ্দিকী।
পিএসটি ট্রেনিং সেশন পরিচালনা করেন জিএমটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন হাসান মাহমুদ চৌধুরী, জিএসটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন গোপাল কৃষ্ণ লালা, এলসিআইএফ ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মো. মোসলেহ উদ্দিন খান, লায়ন রুসাঙ্গীর বাচ্চু, লায়ন মনির আহমেদ চৌধুরী, লায়ন এস জোহা চৌধুরী, লায়ন আরিফ আহমেদ, লায়ন এস এম কামরুল ইসলাম পারভেজ, লায়ন গাজী মো. শহিদুল্লাহ, লায়ন আনিুসল হক চৌধুরী, লায়ন আসিফ উদ্দিন ভূইঁয়া, লায়ন নুর মো. বাবু, লায়ন হাসান মুরাদ চৌধুরী, লায়ন মাঈন উদ্দিন মাঈনু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন মো. মনিরুল কবির, লায়ন জাহাঙ্গীর মিয়া, লায়ন মো. আলী চৌধুরী, লায়ন আবু মোর্শেদ, লায়ন মো. হুমায়ুন কবির, লায়ন ইমতিয়াজ ইসলাম, লিও সাপোর্ট টিমে উপস্থিত ছিলেন লিও জেলা ২০২১-২২ সেবা বর্ষের সভাপতি লিও আফিফা ইসলাম, সহ-সভাপতি লিও ইরফান মোস্তফা, সচিব আতিক শাহরিয়ার, কোষাধ্যক্ষ লিও আলভি, লিও জাহিদুল ইসলাম, লিও মো. ওমর ফারুখ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেকার যুবকদের স্থানীয় কলকারখানায় কর্মসংস্থানের দাবি
পরবর্তী নিবন্ধকর্পোরেট নারী মৌ