লায়ন্স ক্লাবের খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ

| মঙ্গলবার , ২০ অক্টোবর, ২০২০ at ১০:৪৬ পূর্বাহ্ণ

লায়ন্স অক্টোবর সেবামাস উপলক্ষে গত ১৭ অক্টোবর লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটন, লায়ন্স ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটি, লায়ন্স ক্লাব অব চিটাগাং গ্রিন সিটি এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং পোর্ট সিটির যৌথ উদ্যোগে হালিশহর উত্তর আগ্রাবাদস্থ গোল্ডেন আবাসিক এলাকার জামিয়া দারুল উলুম মাদ্রাসা এবং এতিমখানায় ৪শ শিশুর মাঝে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ৩১৫ – বি৪ এর দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহহেদ সিদ্দিকী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিএসটি ডিস্ট্রিক্ট কো-অডিনেটর লায়ন শওকত আলী চৌধুরী, রিজিয়ন চেয়ারপার্সন-১ লায়ন ইঞ্জিনিয়ার মো. মুজিবুর রহমান, জোন চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ হোসেন রানা, লায়ন মো. আউয়াল হোসেন পাটোয়ারী, লায়ন মোরশেদুল হক চৌধুরী, লায়ন মাইন উদ্দীন জিলাল, লায়ন মোহাম্মদ কামরুজ্জামান, লায়ন আমেনা বেগম, লায়ন ফজলে করিম লিটন, লায়ন মোহাম্মদ নুরুল আজাদ, লায়ন মো. হাবিবুর রহমান, লায়ন মো. জহিরুল ইসলাম সুজন, লায়ন কাঞ্চন মল্লিক, লায়ন অ্যাডভোকেট কাজী নসবুল্লাহ, লায়ন সাহাব উদ্দীন মাহমুদ হান্নান, লায়ন ফয়জুন নেছা, লিও ইফতেখারুল ইসলাম ফাহিম, লিও ইসমাইল বিন আজিজ আলভি, লিও ইফাদ মিয়া রাফি, লিও গিয়াস উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশ্রমিকের স্বার্থ সুরক্ষায় সৎ যোগ্য নেতৃত্ব গড়ে তোলার তাগিদ
পরবর্তী নিবন্ধডবলমুরিং থানা বিট পুলিশের ধর্ষণ বিরোধী সমাবেশ