লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাত এলিট ও লিও ক্লাব অব চিটাগং পারিজাত এলিটের সম্মিলিত উদ্যোগে সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে গত ২৭ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন লায়ন্স জেলা ৩১৫–বি৪ এর জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন জিএসটি লায়ন মোরশেদুল হক চৌধুরী, সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক মেজর (অব.) ডা. জাবেদ আব্দুল করিম, লায়ন্স ক্লাব অব চিটাগাং পরিজাত এলিটের ক্লাব সভাপতি লায়ন মির্জা মো. ইলিয়াস, রিজিয়ন চেয়ারপারসন লায়ন হোমায়রা কবির চৌধুরী শিমুল, মেম্বারশিপ চেয়ারপারসন লায়ন আবেদা বেগম ও সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থপক (প্রশাসন ও হিসাব) পিন্টু বড়ুয়া। এসময় আরো উপস্থিত ছিলেন লিও জেলা সভাপতি লিও মো. শওকত হোসেন, কোষাধ্যক্ষ লিও হোসেন মো. ইমরান নিকসন, লিও ক্লাব অফ চিটাগং পারিজাত এলিটের ক্লাব প্রেসিডেন্ট লিও মো. তাহিম উদ্দিন নিহাদ, ক্লাব সচিব লিও মো. দেলোয়ার হোসেন সিয়াম, ক্লাব টেইল টুইস্টার লিও শৈলী বড়ুয়া এবং লিও মেম্বার মো. রায়হান, লিও ক্লাব অফ বে অব বেঙ্গলের সভাপতি লিও মো. হায়দায় আজম চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।