লায়ন্স ক্লাব অফ চিটাগংয়ের উদ্যোগে ও সহযোগিতায় এবং লিও ক্লাব অফ চিটাগংয়ের ব্যবস্থাপনায় গতকাল শুক্রবার এনামুল হক রোডস্থ (চট্টগ্রাম কলেজ রোড) লায়ন্স সার্ভিস কমপ্লেক্সে বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালিত হয়। দিনব্যাপী বিভিন্ন সেবা কার্যক্রমের মধ্যে ছিল ফ্রি হেলথ চেক–আপ, বিনামূল্যে ওষুধ বিতরণ, হোমিওপ্যাথি চিকিৎসা সেবা, ডায়াবেটিস টেস্ট, ব্লাড প্রেশার চেক–আপ, হাইজিন প্র্যাক্টিস অ্যান্ড এওয়ারনেস ও এনভায়রনমেন্টাল এওয়ারনেস। লায়ন্স ক্লাব অফ চিটাগংয়ের ভাইস প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আইয়ুবের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি লায়ন বাসুদেব সিনহার সঞ্চালনায় আয়োজিত লায়ন ও লিও ফেলোশিপ মিটিংয়ে স্বাগত বক্তব্য দেন, হাঙ্গার চেয়ারপার্সন ও লিও অ্যাডভাইজার লায়ন আবু নাসের রনি। বক্তব্য দেন, রিজিওন চেয়ারপার্সন (হেডকোয়ার্টার) লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, জোন চেয়ারপার্সন লায়ন আব্দুর রব শাহীন, ট্রেজারার লায়ন অনুপম মজুমদার, জয়েন্ট সেক্রেটারি লায়ন লিটন কান্তি দত্ত, ট্রেজারার লায়ন বিপ্লব চক্রবর্তী তুহিন, লিও ক্লাব অফ চিটাগংয়ের প্রেসিডেন্ট লিও মিনহাজুর রহমান শিহাব, লিও ক্লাব অফ চিটাগং এরিস্ট্রোক্রেসি ক্যামব্রিয়ানের ডিরেক্টর লিও সৌরভ, লিও ক্লাব অফ চিটাগংয়ের ভাইস প্রেসিডেন্ট লিও বাঁধন ঘোষ, লিও মাহমুদুন নবী রানা, ক্লাব সেক্রেটারি লিও মারিয়া দিলশাদ, ট্রেজেরার লিও মো. সরোয়ার আলম সিয়াম, লিও মশিউর ইসলাম রাজু, লিও তারানা আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, লায়ন্স সার্ভিস কমপ্লেক্স এখন শুধু একটি ভবন নয়, এটি মানবতার সেবাকেন্দ্রে পরিণত হয়েছে। প্রতি সপ্তাহে এখানে শতাধিক মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় সেবা গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












