লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় এবং লিও ক্লাব অব চিটাগংয়ের উদ্যোগে গতকাল বুধবার চকবাজার সৈয়দ শাহ রোড সংলগ্ন সিটি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অক্টোবর সেবা মাস উপলক্ষে এক গুচ্ছ সেবা কার্যক্রম পরিচালিত হয়। দিনব্যাপী সেবা কার্যক্রমের মধ্যে ছিল ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস টেস্ট, ব্লাড প্রেশার চেকআপ, হাইজিন প্র্যাক্টিস অ্যান্ড অ্যাওয়ারনেস ও এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস।
লিও ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লিও মিনহাজুর রহমান শিহাবের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সেক্রেটারি লায়ন বাসুদেব সিনহা, হাঙ্গার চেয়ারম্যান ও লিও অ্যাডভাইজর লায়ন আবু নাসের রনি ও জয়েন্ট ট্রেজারার লায়ন বিপ্লব চক্রবর্তী তুহিন।
উপস্থিত ছিলেন লিও শাহাদাত হোসেন সাইফ, লিও মাহমুদুন নবী রানা, লিও মো. জাহেদ উদ্দীন রিপন, লিও এনামুল হক, লিও মারিয়া দিলশাদ, লিও মো. সরোয়ার আলম সিয়াম, লিও উম্মে হাবিবা, লিও মশিউর ইসলাম রাজু, লিও সায়মা জাহান মিম ও লিও আব্দুল্লাহ আল মুনতাসীর মাহির।
লায়ন বাসুদেব সিনহা বলেন, লায়ন্স ক্লাব অব চিটাগং সবসময় মানবতার সেবায় নিবেদিত। অক্টোবর সেবা মাস উপলক্ষে সমাজের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য ও সচেতনতা কার্যক্রম পৌঁছে দিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
লায়ন আবু নাসের রনি বলেন, তরুণদের নেতৃত্বে এই ধরনের সেবা উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। প্রেস বিজ্ঞপ্তি।