লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগংয়ের সহযোগিতায় রাঙ্গুনিয়া মরিয়ম নগর রহমানিয়া ইসলামী কমপ্লেক্সের উদ্যোগে সম্প্রতি এতিমখানা ও এলাকাবাসীর মাঝে কম্বল, মাস্ক ও শুকনো খাবার বিতরণ করা হয়। লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন আবু নাসের রনির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লায়ন জেলা ৩১৫ বি-৪ এর কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু।
উদ্বোধক ছিলেন উক্ত কমপ্লেক্সের সভাপতি অধ্যাপক মহিউদ্দিন, প্রধান বক্তা ছিলেন অধ্যাপক জসিম উদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন লায়ন ইসমাইল চৌধুরী, লায়ন মোসাদ্দেক শরীফ মানিক, লায়ন সোহেল খান, ক্লাব সেক্রেটারি লায়ন শহিদুল ইসলাম টিটু, লায়ন ডা. নাজিম উদ্দীন রাফিদ, লায়ন সাইফ, ইউনুস চৌধুরী, নাইম উদ্দিন লিও ক্লাব প্রেসিডেন্ট লিও রুমেল, লিও সাহিল। উক্ত সেবা কার্যক্রমে মোনাজাত পরিচালনা করেন কমপ্লেক্সের পরিচালক মাওলানা আবু শাহ অলী আল কাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।