লায়ন্স আই ইনস্টিটিউট পরিদর্শনে বিসিপিএসের ৪ সদস্য

| বুধবার , ৩ ডিসেম্বর, ২০২৫ at ৫:২৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর ৪ সদস্যের একটি পরিদর্শন দল গতকাল মঙ্গলবার চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল পরিদর্শন করেছেন। প্রফেসর মো. মিজানুর রহমানের নেতৃত্বে দলে ছিলেন প্রফেসর জালাল আহমেদ, ডা. মুক্তি রাণী মিত্র এবং ডা. নাজমুল হক। ফেলোশিপ পরীক্ষার্থীদের প্রশিক্ষণ স্বীকৃতি প্রদানের মূল্যায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে এই পরিদর্শন অনুষ্ঠিত হয়। দলটি হাসপাতালের চক্ষুবিভাগের সার্বিক সক্ষমতা, দক্ষ জনবল, নিয়মিত ক্লিনিক্যাল ও একাডেমিক কার্যক্রম এবং রোগীসেবার মান পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তারা হাসপাতালের অবকাঠামো, চিকিৎসা প্রক্রিয়া, প্রশিক্ষণ সুবিধা, দক্ষ জনবল, একাডেমিক প্রস্তুতি এবং রোগীসেবার মান সরেজমিনে মূল্যায়ন করেন। বিশেষভাবে ফেলোশিপ প্রশিক্ষণার্থীদের জন্য প্রয়োজনীয় ক্লিনিক্যাল এঙপোজার, লগবুক ব্যবস্থাপনা এবং নিয়মিত একাডেমিক কার্যক্রমের সামঞ্জস্য তারা গুরুত্বসহকারে পর্যালোচনা করেন।

পরিদর্শন শেষে বিসিপিএস প্রতিনিধিদল চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের সুশৃঙ্খল ব্যবস্থাপনা, মানসম্মত রোগীসেবা এবং প্রশিক্ষণ পরিবেশের প্রশংসা করেন। দলটি প্রতিষ্ঠানটিকে দেশের বিশেষায়িত চক্ষু চিকিৎসা ও প্রশিক্ষণ ক্ষেত্রে একটি সম্ভাবনাময় কেন্দ্র হিসেবে অভিহিত করে সন্তোষ প্রকাশ করেন।বিসিপিএসের পরিদর্শন দলকে স্বাগত জানান চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান পিডিজি লায়ন নাসির উদ্দিন চৌধুরী এবং সেক্রেটারি লায়ন ডা. দেবাশীষ দত্ত। পরিদর্শন টিমকে তথ্য উপাত্ত সরবরাহ করে সহযোগিতা প্রদান করেন চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের একাডেমিক ডিরেক্টর অধ্যাপক ডা. প্রকাশ কুমার চৌধুরী, হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন, উপপরিচালক ডা. শাবানা সুলতানা, অধ্যাপক ডা. এম. . রাকীব এবং সহযোগী অধ্যাপক ডা. আলতাফ উদ্দিন খান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলালানগর মাদ্রাসা পরিদর্শনে দাঁড়িপাল্লার প্রার্থী রেজাউল
পরবর্তী নিবন্ধইলেকট্রিশিয়ান ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটির সভা