প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ মালেক বলেছেন, লায়নদের ঐক্যবদ্ধ হয়ে সেবার জগতে কাজ করতে হবে। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য মুখ্য ভূমিকা পালন করতে হবে। দায়িত্ব পালনে হতে হবে বিনয়ী ও শ্রদ্ধাশীল। অপরকে শ্রদ্ধা সম্মান না করলে নিজেও সম্মানিত হওয়া সম্ভব নয়।
গত ১২ ফেব্রুয়ারি লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর ফ্যামিলি নাইটে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকতায় একুশে পদক প্রাপ্ত সাংবাদিক এম এ মালেক উপরোক্ত অভিমত ব্যক্ত করেন।
নগরীর সিনিয়রস ক্লাব লিমিটেডে ক্লাব সভাপতি লায়ন জহির উদ্দিন হেলালের সভাপতিত্বে ও রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন অশেষ কুমার উকিলের সঞ্চালনায় আয়োজিত দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে প্রাক্তন ক্লাব ট্রেজারার লায়ন নজির আহমেদ ও সালেহ আহমেদসহ সকল প্রয়াত লায়ন নেতৃবৃন্দ ও পরিবারবর্গের আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
২য় পর্বের ফ্যামিলি নাইট অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ। প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন রুপম কিশোর বড়ুয়া, লায়ন রফিক আহম্মদ, লায়ন কবির উদ্দিন ভূইয়া, লায়ন মঞ্জুর আলম মঞ্জু, লায়ন কামরুন মালেক, প্রাক্তন ১ম ভাইস গভর্নর লায়ন এস.এম. ফারুক। আরও উপস্থিত ছিলেন লায়ন মোহাম্মদ আলী, লায়ন তপন কান্তি দত্ত, লায়ন এস. জোহা চৌধুরী, লায়ন দেবাশীষ দত্ত, লায়ন জাহাঙ্গীর মিয়া, লায়ন ওসমান গনি, লায়ন এস.এম. আশরাফুল আলম আরজু, লায়ন জি.কে লালা, লায়ন মির্জা আকবর আলী, লায়ন শাহেদুল ইসলাম, লায়ন আবু বক্কর সিদ্দিকী, লায়ন আবু মোরশেদ, লায়ন ইমতিয়াজ ইসলাম, লায়ন মাহবুবুল আলম, লায়ন গাজী মো. শহীদুল্লাহ, লায়ন আশিষ ভট্টাচার্য, লায়ন আফরোজা, লায়ন নবী উল হক, লায়ন মহিউদ্দিন জিল্লাল, লায়ন মিরাজুর রহমান, লায়ন হেলাল উদ্দিনসহ জেলার সিনিয়র ও ক্লাব নেতৃবৃন্দ।
পরে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর পক্ষ থেকে লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপুকে ২০২৩–২৪ সেবাবর্ষের জন্য দ্বিতীয় ভাইস জেলা গভর্নর পদে মনোনয়ন দেওয়া হয়। বিভিন্ন ক্লাব হতে আগত লায়ন নেতৃবৃন্দ লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপুর পক্ষে মনোনয়ন পত্র প্রধান অতিথি লায়ন এম এ মালেকের হাতে তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।