লাহোর থেকে আবার কলম্বোতে সাকিবরা

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৪০ পূর্বাহ্ণ

শ্রীলংকার পাল্লেকেলে স্টেডিয়ামে এবারের এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। এরপর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলতে পাকিস্তানের লাহোরে চলে যায় বাংলাদেশ দল। সেখানে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারালেও সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানের কাছে হেরে বসে। পাকিস্তান পর্ব শেষে আবার শ্রীলংকায় ফিরেছে বাংলাদেশ দল। বলা যায় এবারের এশিয়া কাপে বাংলাদেশকে বেশ দৌড়ঝাঁপের মধ্যে দিয়েই যেতে হয়েছে। সুপার ফোর পর্বের পরের দুই ম্যাচ খেলতে আবারও শ্রীলঙ্কায় ফিরেছেন সাকিব আল হাসানরা। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কলম্বোয় পৌঁছায় বাংলাদেশ দল।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়া ও লোহাগাড়ায় ৫০ গৃহ নির্মাণ করবে আল মানাহিল ফাউন্ডেশন
পরবর্তী নিবন্ধব্যালন ডি’অরের তালিকায় মেসি এবং হালান্ড