লাহোরে ফুল দিয়ে বরণ করা হলো শান্ত-তাসকিনদের

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১৪ আগস্ট, ২০২৪ at ৭:৪২ পূর্বাহ্ণ

দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তানের লাহোরে পা রেখেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পর শান্ততাসকিনদের ফুল দিয়ে বরণ করা হয়। বাংলাদেশে সরকার পরিবর্তনের পর অস্থিতিশীল পরিবেশ বিরাজ করায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ ছিল না টাইগারদের। এমতাবস্থায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) একটি প্রস্তাব দেয়। আর তা হচ্ছে বাংলাদেশ দল চাইলে আগেভাগেই তাদের দেশে যেতে পারে এবং অনুশীলন করতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ডেল সে প্রস্তাবে সাড়া দিয়ে নির্ধারিত সময়ের পাঁচদিন আগে গত সোমবারই দলকে বিমানে তুলে দেয়। বিশ্রাম নিয়ে পাকিস্তানের মাটিতেই টেস্ট সিরিজের প্রস্তুতি সারবেন ক্রিকেটাররা। ক্রিকেটার, কোচকোচিং স্টাফের সদস্য মিলে মোট ১৮ জনের বহর গেছে ইসলামাবাদে। সেখান থেকে গতকাল মঙ্গলবার সকালে লাহোরে পৌঁছান নাজমুল হোসেন শান্তরা। এদিকে ‘এ’ দলের হয়ে খেলতে আগে থেকেই বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার পাকিস্তানে অবস্থান করছেন। এই দলে রয়েছেন দুই সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম এবং মোমিনুল হক। তারা পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচে খেলবে। এরপর তারা যোগ দেবে টেস্ট দলের সাথে। তবে বাংলাদেশ ‘এ’ দল দুটি চারদিনের ম্যাচ খেলবে। নিজেদের ভালভাবে প্রস্তুত করতে বাংলাদেশ দলের দুই সিনিয়র টেস্ট ক্রিকেটার আগেই পাকিস্তান গেছে ‘এ’ দলের সাথে। সেখানকার কন্ডিশনের সাথেও মানিয়ে নেওয়ার একটা বিষয় রয়েছে। মুশফিকমোমিনুলরা গিয়েছেন আগে। আর বাংলাদেশ দলের বাকি সদস্যরা গেছেন গত সোমবার। গতরাতে যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তান পৌচেছেন সাকিব আল হাসান। আজ সবাই একসাথে অনুীশলন করার কথা রয়েছে। এর আগে গত রোববার পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নির্বাচকরা জানিয়েছেন সেরা দলটাই পাঠানোর চেষ্টা করেছে তারা। পাকিস্তানের কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার কয়েকদিন সময় পাবে বাংলাদেশ দল। এরপর মাঠে নামতে হবে প্রথম টেস্ট খেলতে । আগামী ২১ আগস্ট রাওয়ালাপিন্ডিতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী ৩০ আগস্ট থেকে করাচিতে।

পূর্ববর্তী নিবন্ধদুবাই হয়ে লাহোর পৌঁছাবেন আজ সাকিব
পরবর্তী নিবন্ধইংল্যান্ড সফরে শ্রীলঙ্কার ব্যাটিং কোচ ইয়ান বেল