পঁচিশে মার্চ রাতে যখন
বাঙালি শহিদ হন,
দেশের জন্য লড়াই করতে
সবাই করেন পণ।
ক্ষোভে চোখে আগুন জ্বলে
পাক হায়েনার পর,
সমস্বরে গর্জে বলেন
এবার ওদের ধর।
সম্মিলিত শক্তি দিয়ে
লড়েন বীরের বেশে,
স্বাধীনতার সূর্য হাসে
দীর্ঘ নয় মাস শেষে।
তুমুল লড়াই করতে বুকের
তাজা রক্ত ঝরে,
সম্ভ্রম ক্ষুয়ে লজ্জা ঘৃণায়
মাতা ভগ্নী মরে।
পায়ে পিষে মারে শিশু
দয়ামায়া নাই,
সেইসব কষ্ট ভুলি যখন
স্বাধীনতা পাই।
স্বাধীন দেশে ওড়ে এখন
লাল সবুজ পতাকা,
এই পতাকা আছে সবার
হৃৎ মাঝারে আঁকা।







