এই পতাকা লাল সবুজের
বাংলাদেশ পরিচয়
বীর বাঙালির কথা বলে
পতপতে সে নিশ্চয়!
এই পতাকা বিজয় নিশান
বাংলা মায়ের হাসি
এক সাগরের রক্তের দামে
স্বাধীনতায় ভাসি।
এই পতাকা রক্তমাখা
বীর জাতির এক গৌরবের
বিশ্বের বুকে উঁচু মাথা
হার না মানা সৌরভের।
এই পতাকার ছায়াতলে
কত ফুল আজ ফুটে
ফুলে ফুলে অলি-ভ্রমর
প্রজাপতি ছুটে।
এই পতাকা বিজয় দিনে
হাসে বিজয় হাসি
স্বাধীনতায় মেলে ডানা
দেশকে ভালোবাসি।