লাল-সবুজের বিজয়

জাহাঙ্গীর চৌধুরী | বুধবার , ২৪ ডিসেম্বর, ২০২৫ at ৫:৫৬ পূর্বাহ্ণ

নয়মাস মোদের যুদ্ধ শেষে

বিজয় আসল দেশে,

ডিসেম্বরের ষোলো তারিখ

লালসবুজের বেশে।

প্রাণ দিয়েছে তিরিশ লক্ষ

বিজয় আনতে ঘরে,

আগ্রাসীদের গোলামির পর

দু’শ বছর ধরে।

মুক্তিসেনার রক্তের কাছে

আমরা সবাই ঋণী,

স্মরণ করব তাদের কথা

তুলে বিজয় ধ্বনি।

খোকাখুকু আয়’রে সবাই

শহীদ মিনার পানে,

শহীদ ভাইকে সম্মান করব

মাল্য দান আর গানে।

পূর্ববর্তী নিবন্ধমুক্তি যুদ্ধের গর্ব
পরবর্তী নিবন্ধদেশকে নিয়ে স্বপ্ন দেখি