জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ‘ভয়ংকর সুন্দর’ নামের ছবিতে অভিনয় করে প্রশংসিত হলেও ছোট পর্দাতেই নিয়মিত তিনি। এবার এই অভিনেত্রীকে দেখা যাবে নুরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’ ছবিতে। গত ১ অক্টোবর ময়মনসিংহের গৌরিপুরে শুটিং শুরু হয় ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার। টানা ৯ দিন শুটিং চলে সেখানে। প্রথম দিনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন ভাবনা। এরপর অল্প কিছুদিনের বিরতি দিয়ে গত ৩০ অক্টোবর থেকে টাঙ্গাইলে পুরোদমে আবারো শুরু হয়েছে এ সিনেমার শুটিং। এতে অন্যান্য শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে শুটিংয়ে অংশ নিয়েছেন ভাবনাও। ভাবনার শুটিং চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। এরপর তিনি ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন পরিচালক নুরুল আলম আতিক নিজেই। খবর বাংলানিউজের।
মুক্তিযুদ্ধভিত্তিক ‘লাল মোরগের ঝুঁটি’ ছবিতে ভাবনাকে ‘পদ্ম’ নামে চরিত্রে দেখা যাবে। দেশে লকডাউনের আগে প্রায় তিন মাস ধরে ছবির জন্য প্রস্তুতি দিয়ে তারপর শুটিং অংশ নিয়েছেন ভাবনা। এদিকে সমপ্রতি বিঞ্জে মুক্তি পেয়েছে ভাবনা অভিনীত অনিমেষ আইচের পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুখ আসমান’। এতে করোনাকালের একজন সংগ্রামী চিকিৎসকের চরিত্রে অভিনয় করে খুব প্রশংসা পেয়েছেন বহুমুখী প্রতিভার অভিনেত্রী ভাবনা।