লালু বাহিনীর প্রধান তিন সহযোগীসহ আটক

উখিয়ায় ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৫:৫৭ পূর্বাহ্ণ

উখিয়ার কুখ্যাত লালু বাহিনীর ৬ কোটি টাকার ইয়াবা চালান আটকে দিয়েছে র‌্যাব-৭, চট্টগ্রাম। গত বৃহস্পতিবার দুই লাখ ৬ হাজার পিস ইয়াবাসহ সেই লালু বাহিনীর প্রধান ওসমান গণি লালুসহ (২৫) তিনজনকে আটক করেছে র‌্যাব। লালু ছাড়াও র‌্যাবের জালে আটক বাহিনীর বাকি দুজন হলো মো. আলী হোসেন ওরফে আলী (২৮) ও মুফিজ উদ্দিন (১৭)।
চট্টগ্রাম র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার জানান, তথ্য ছিল উখিয়া থানাধীন পালংখালী এলাকায় একটি বসতঘরে কয়েকজন মাদক কারবারি অবস্থান করছে। পরে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সেখানে অভিযান চালায় র‌্যাবের একটি বিশেষ দল। এ সময় লালু বাহিনীর তিনজনকে আটকের পর একটি বস্তার ভেতর থেকে বেরিয়ে আসে দুই লাখ ৫ হাজার ৮০০ পিস ইয়াবা। যার বাজার মূল্য প্রায় ৬ কোটি ১৮ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী প্রদর্শনীর উদ্বোধন করবেন আজ
পরবর্তী নিবন্ধঅ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার ছিলেন নিখাদ দেশপ্রেমিক