ঢাকার লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপানের কারণে দুই তরুণীর হেনস্তার ঘটনায় ‘উত্ত্যক্তকারী’ গোলাম মোস্তাকীম রিংকু নামের এক ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাকে গত রোববার রাতে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়ার কথা জানিয়েছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান।
তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে (গোলাম মোস্তাকীম রিংকু) জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তার বিষয়ে কোনও মামলা হয়েছে কী না সেটি নিশ্চিত করেননি উপ কমিশনার ইবনে মিজান। যদিও এর মধ্যে ফেইসবুকে পোস্ট দিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘লালমাটিয়ার উত্ত্যক্তকারী’ রিংকুকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর লালমাটিয়ায় আড়ংয়ের পাশের দুই তরুণীর প্রকাশ্যে ধূমপান নিয়ে রিংকুর ‘আপত্তি’ থেকে ‘বাকবিতণ্ডা’ ও মানুষ জড়ো হয়ে উত্তেজনা তৈরি হলে ঘণ্টা চারেক ধরে এ নিয়ে থানা–পুলিশ হয়। খবর বিডিনিউজের।
ওই কথা কাটাকাটি থেকে মুহূর্তেই তৈরি হওয়া ৪০–৫০ জনের একটি ‘মব’ থেকে পরে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ওই দুই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে মোহাম্মদপুর থানায় প্রায় চার ঘণ্টা ধরে দুই পক্ষের ‘দেন–দরবারে আপসের’ পর রাত সাড়ে ১১টার দিকে দুই তরুণীকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। ধানমন্ডির বাসিন্দা ওই দুই তরুণী বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী।