লালমনিরহাটের আদিতমারী উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। গতকাল বুধবার ভোর রাতে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতলি সীমান্ত এলাকায় ৯২১/৬ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে বলে আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম জানান।
নিহতরা হলেন- মহিষতলি গ্রামের সানোয়ার হোসেনের ছেলে ওয়াইস করনী (৩৩) এবং ঝাড়িরঝাড় গ্রামের সাদেক আলীর ছেলে আইনাল হক (২৭)। দুজনের বাড়ি সীমান্তের পাশাপাশি গ্রামে। ওসি সকালে বলেন, স্বজনরা মরদেহগুলো সীমান্ত এলাকা থেকে বাড়ি নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। খবর বিডিনিউজের।
মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। একজনের গলায় এবং আরেকজনের বুকে গুলির চিহ্ন রয়েছে। এখন মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য লালমনিরহাট ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের পাঠানো হয়েছে। ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, মঙ্গলবার রাতে মহিষতলি এলাকার কয়েকজন গরু পারাপারকারী সীমান্ত এলাকায় গিয়েছিলেন। এ সময় বিএসএফ-৭৫ ব্যাটালিয়নের কৈমারী ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করলে দুজন গুলিবিদ্ধ হন। পরে তাদের মরদেহ বাংলাদেশ অংশে পাওয়া যায়।
অন্য সঙ্গীরা বাড়িতে এসে নিহতদের স্বজনদের বিষয়টি জানায়। ভোর ৫টার দিকে স্বজনরা সীমান্ত এলাকায় গিয়ে লাশ বাড়ি নিয়ে আসে বলে জানান চেয়ারম্যান। ঘটনার পর বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির সদস্যদের টহল দিতে দেখা গেছে। তবে এ ব্যাপারে তারা কোনো কথা বলতে চাননি।