লালদীঘিতে জনসভা করে চট্টগ্রাম সংগ্রাম পরিষদ

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১৩ মার্চ, ২০২৫ at ৬:০০ পূর্বাহ্ণ

১৯৭১ সালের ১৩ মার্চ ইয়াহিয়া খানের নেতৃত্বাধীন সরকার সামরিক ফরমান জারি করে ১৫ মার্চ সকাল ১০টার মধ্যে প্রতিরক্ষা বিভাগের বেসামরিক কর্মচারীদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেয়। নির্দেশে বলা হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে যোগ না দিলে কর্মীদের চাকরিচ্যুত ও পলাতক ঘোষণা করে সামরিক আদালতে বিচার করা হবে। নির্দেশ অমান্যকারীদের সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হবে।

প্রতিদিনের মতো এদিনও ঢাকাসহ বড় শহরগুলো বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মিছিলসমাবেশে মুখরিত ছিল। ঢাকায় ছাত্র ইউনিয়ন সন্ধ্যায় বায়তুল মোকাররম প্রাঙ্গণ থেকে বিশাল মশাল মিছিল বের করে। বিভিন্ন দূতাবাসের কর্মীসহ ২৬৫ জন বিদেশি নাগরিক এদিন ঢাকা ছেড়ে যান।

এদিন বিকালে চট্টগ্রাম সংগ্রাম পরিষদ লালদিঘিতে জনসভা করে। জনসভায় নেতারা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পাকিস্তানের সঙ্গে অসহযোগ করার আহ্বান জানান।

চিত্রশিল্পী জয়নুল আবেদীন ও সাবেক জাতীয় পরিষদ সদস্য আবদুল হাকিম পাকিস্তান সরকারের দেওয়া খেতাব ও পদক বর্জন করেন। স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা ইকবাল হল (বর্তমান শহীদ সার্জেন্ট জহুরুল হক হল) প্রাঙ্গণে পরিষদের সব আঞ্চলিক শাখার আহ্বায়ক, সম্পাদক ও সদস্যদের সভা আহ্বান করেন।

পূর্ববর্তী নিবন্ধজনগণ দ্রুত নির্বাচনের জন্য অপেক্ষা করছে : খসরু
পরবর্তী নিবন্ধঈদের আগে ১০ কেজি করে চাল পাবে হতদরিদ্র আড়াই লাখ পরিবার