লালদিয়ায় কন্টেনার টার্মিনাল নির্মাণে ডেনমার্কের কোম্পানির সঙ্গে চুক্তি

| বুধবার , ৩১ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের লালদিয়ার চরে কন্টেনার টার্মিনাল নির্মাণের আনুষ্ঠানিক যাত্রা শুরু হল। ১৭ নভেম্বর ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ মোহাম্মদ মনিরুজ্জামান ও ডেনমার্কের এপিএম টার্মিনালসের ভাইস প্রেসিডেন্ট মার্টেইন ভ্যান ডোঙ্গেন চুক্তি সই করেন। নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, পিপিপি কর্তৃপক্ষ ও বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বিষয়ক স্টেট সেক্রেটারি লিনা গেন্ডলস হেনসেন এবং ঢাকায় ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিঙ মুলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম থেকে ঢাকায় পাইপ লাইনে জ্বালানি তেল সরবরাহ শুরু
পরবর্তী নিবন্ধচলে গেলেন আবদুল্লাহ আল নোমান