লালদিয়ারচরের জনসাধারণকে অবিলম্বে পুনর্বাসন করতে হবে

৪১নং ওয়ার্ডে প্রতিবাদ সমাবেশে ডা.শাহাদাত

| শুক্রবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:৪৩ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, লালদিয়ার চর এলাকার মানুষ দীর্ঘ ৫০ বছর ধরে এখানে বসবাস করছেন। তাদেরকে যদি বন্দর কর্তৃপক্ষের উচ্ছেদ করতে হয়, তাহলে তাদেরকে পুনর্বাসন করতে হবে সরকার ও বন্দরের কর্তৃপক্ষকে। রোহিঙ্গারা দেশের নাগরিক না হয়েও যদি সরকার তাদের পুনর্বাসন করতে পারে, তাহলে কেন লালদিয়ার জনসাধারণ এদেশের নাগরিক হয়ে পুনর্বাসন হবে না। দেশের ক্ষতিগ্রস্ত জনসাধারণকে উচ্ছেদের আগে পুনর্বাসন করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। দেশের একজন নাগরিকের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা পাওয়া সাংবিধানিক অধিকার। তাই এদেশের নাগরিক হিসেবে লালদিয়ারচর জনসাধারণের বাসস্থানের অধিকার রয়েছে। ডা.শাহাদাত বলেন, বন্দরের মাফিয়ারা বন্দর ব্যবহার করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। এছাড়াও বন্দরের টাকা দিয়ে দেশের উন্নয়ন হতে পারলে কেন বন্দর কর্তৃপক্ষ তাদের উচ্ছেদ করে পুনর্বাসন করবে না।আজ সাধারণ জনগণ তা জানতে চায়। তিনি অবিলম্বে লালদিয়ারচর এলাকার জনসাধারণকে পুনর্বাসনে বাসস্থানের ব্যবস্থা করার আহ্‌বান জানান। গতকাল বৃহস্পতিবার ৪১ নং পতেঙ্গা ওয়ার্ডে লালদিয়ারচর এলাকাবাসীকে পুনর্বাসন না করে উচ্ছেদের প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে তিনি বক্তব্য রাখছিলেন। এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা. নুরুল আবচার, মো.শাহাবুদ্দিন, মো. ইকবাল হোসেন, মো. ইলিয়াস, মো. হারুন কোম্পানি, শফি মেম্বার,পতেঙ্গা থানা বিএনপি নেতা লোকমান হোসেন, আতিকুর রহমান, হান্নান, জসিম উদ্দিন মিল্কি, জিয়াউর রহমান, যুবদল নেতা খুরশিদ আলম, হোসেন রানা, জাহেদ ইউছুপ, মো. শামিল, মৎস্যজীবী দলের সালাউদ্দিন, জালাল উদ্দীন, সোহাগ খান, জাহাঙ্গীর, আলম, সালাউদ্দিন, নিজাম, কায়ছার, হামিদ প্রমুখ নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধচাকরি হারানোর শংকায় হাজারো মিটার রিডার
পরবর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের শ্রদ্ধাঞ্জলি