কোতোয়ালী থানাধীন লালদিঘী পাড়ের ‘হোটেল আল আনসারী’তে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার দায়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন সাদমান রাবু (২১), আরিফুল ইসলাম ইমন (২৪), এমডি নাইমুল হাসান (৩০), মো. টিপু (৩১), মোস্তাক আহমেদ রাব্বি (২৮), রুমা আক্তার (২৬), শিমলা আক্তার (১৮), সাদিয়া আফরীন (২৫) এবং সাদিয়া সোলতানা (১৯)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে সিএমপি অধ্যাদেশ ১০৩/৭৬ ধারায় আদালতে নন–এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।












