লালখান বাজার মাদ্রাসা থেকে হারুন ইজহার গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৯ এপ্রিল, ২০২১ at ৬:১১ পূর্বাহ্ণ

গভীর রাতে নগরীর লালখান বাজার মাদ্রাসা থেকে হেফাজত নেতা মুফতি হারুন ইজহারকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কারা গ্রেপ্তার করেছে প্রথম নিশ্চিত হওয়া না গেলেও পরে মুফতি ইজহারের সহকারী ওসমান জানিয়েছেন র‌্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করেছেন।
এই ব্যাপারে মুফতি ইজহারের পিএস ওসমান আজাদীকে জানান, রাত ১২টায় উনাকে র‌্যাব সদস্যরা লালখান বাজার মাদ্রাসা থেকে গ্রেপ্তার করেছেন। অপরদিকে মো. দিলদার হোসেন নামে হেফাজতের আরেক কর্মীও আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে হেফাজতের কর্মীরা চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া এবং রাজধানী ঢাকায় জ্বালাও পোড়াওসহ তাণ্ডব চালায়। এই ঘটনায় হাটহাজারী থানায় তিনটি মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাবেক স্ত্রী সাফিয়ার আনভীরের সাথে পরকীয়ার খবর শারুনকে জানান মুনিয়া
পরবর্তী নিবন্ধবিনিয়োগের সুদ ৮ শতাংশের মধ্যে রাখা প্রয়োজন