জামিয়াতুল উলুম আল ইসলামিয়া লালখান বাজার মাদ্রাসার ব্যবস্থাপনায় মাদ্রাসার ময়দানে আগামীকাল শুক্রবার বিকাল ৩টা থেকে ড. জামাল নজরুল ইসলাম স্মৃতি সংসদের উদ্যোগে ড. জামাল নজরুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসাইন। উদ্ধোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসাইন। প্রধান আলোচক থাকবেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। বিশেষ আলোচক থাকবেন ড. আল্লামা মাহমুদুল হাসান আল আযহারী। বিশেষ অতিথি থাকবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. নুরুল্লাহ নূরী, জেলা প্রসাশক ফরিদা খানম, ইরান দূতাবাসের কালচারাল কাউন্সেলর সৈয়দ রেজা মীর মোহাম্মদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ ইয়াহিয়া আখতার, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন প্রমুখ। এতে সকলকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন জামিয়াতুল উলুম আল–ইসলামিয়া লালখান বাজার মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহাপরিচালক মুফতী ইজহারুল ইসলাম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।