নগরীর লালখান বাজার থেকে গত ১ ফেব্রুয়ারি ইশরাত জাহান নামের একটি মেয়ে হারিয়ে গেছে। তার বয়স ৭ বছর। ওইদিন সকাল ৮টার সময় বাসা থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। হ্যাংলা পাতলা গড়নের মেয়েটির গায়ের রঙ কালো। তার পরণে কমলা রঙের একটি হাতকাটা গেঞ্জি ছিল। এই ব্যাপারে খুলশী থানায় গত ১ ফেব্রুয়ারি একটি জিডি রেকর্ড করা হয়েছে। জিডি নম্বর–৩৮। কেউ মেয়েটির সন্ধান পেলে ০১৭৫০৮৬৯১৮৫ অথবা ০১৮৮০১৫৩১৬৭ নম্বরে জানানোর অনুরোধ জানানো হয়েছে।