লালখান বাজার ওয়ার্ড আ.লীগের কার্যনিবার্হী কমিটির মতবিনিময়

| রবিবার , ১৬ জুলাই, ২০২৩ at ১০:১৭ পূর্বাহ্ণ

নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের নবগঠিত কার্যনিবার্হী কমিটির প্রথম মতবিনিময় সভা ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সিদ্দিক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের পরিচালনায় সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম১০ আসনে সংসদ সদস্য পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক প্রাপ্ত প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চুকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে পরিকল্পনা, করনীয় নির্ধারণ সহ আলোচনা ও বিএনপিজামাতস্বাধীনতাবিরোধীদের অব্যাহত ষড়যন্ত্র, নাশকতা ও নির্বাচন বানচাল করার অপপ্রয়াস রুখে দিতে করণীয় নির্ধারণ কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুল হক, শেখ দেলোয়ার হোসেন, আফসার উদ্দিন সেলিম, জান্নাত আরা মন্‌জু, জিএম ফারুক, আব্দুর রশিদ, এম এ কাদের, দিদারুল আলম দুলু, অ্যাডভোকেট আবদুল্লাহ হাসান পিকু, শেখ জাফর আহাম্মদ মুজাহিদ, শফিউল আজম বাবু, ইকবাল হোসেন হিরন, এস এম ইব্রাহীম, আসলাম হোসেন মাসুম, নুরুল আলম বাবুল, সমীর কান্তি দে, আবুল মাসুদ মজনু, আনিসুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট মুহিরুল ইসলাম মাসুদ, আব্দুস সাত্তার, সুমন ধর, শাহাজান লিটন, মো. আজমল হোসেন ভূঁইয়া, মো. আবুল বশর, নিয়াজ আহাম্মদ বাবলু, এস এম মঞ্জু, আকবর আলী, ফুলো রানী, জাহিদুল কবির নীপু, নাজমুস সাকিব, ইমাম উদ্দিন ইমন, অ্যাডভোকেট রাশেদুল আলম প্রমুখ। সভা শেষে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার
পরবর্তী নিবন্ধমহিউদ্দিন বাচ্চুকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে