১৪ নং লালখানবাজার ওয়ার্ডের পশ্চিম বাঘঘোনা সহ পুরো এলাকাতেই মশার তীব্র যন্ত্রণা। এমন অবস্থা যে ছাত্র–ছাত্রীরা মনোযোগ দিয়ে লেখাপড়া করবে, গৃহিনীরা যে ধীর–স্থির ভাবে ঘরের কাজ করবে সেই অবস্থাও নেই।
অনেকদিন যাবত সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা ড্রেন, নালা, নর্দমা নিয়মিত পরিষ্কার না করায় দিনে–রাতে মশার যন্ত্রণায় বসবাস করাই যাচ্ছে না। সেই সাথে মশক নিধনের কোন জোরদার ব্যবস্থাপনাও দেখা যাচ্ছে না। মাননীয় মেয়র মহোদয়ের নিকট উপরোক্ত বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ করছি।
সৈয়দ বাবুল
লালখানবাজার,
চট্টগ্রাম।









