নগরীর লালখান বাজার-টাইগারপাস সড়কের উপর বড় একটি গাছ এবং বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে। গতকাল বিকাল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে টাইগারপাস থেকে লালখান বাজারমুখী যান চলাচল বন্ধ হয়ে গেলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে ফায়ার সার্ভিস, পিডিবি ও সিটি কর্পোরেশনের লোকজন এসে সড়ক থেকে উপড়ে যাওয়া গাছ ও বিদ্যুতের খুঁটি অপসারণ করেন। অন্তত আড়াই ঘণ্টা পর ওই সড়কে পুনরায় যান চলাচল শুরু হয়। আগ্রাবাদ ফায়ার স্টেশনের লিডার টিটু কুমার বসাক বলেন, খবর পেয়ে আমরা ৫টার দিকে সড়কে উপড়ে পড়া গাছ, ডাল-পালা অপসারণের কাজ শুরু করি। ৭টার দিকে রাস্তা ক্লিয়ার করতে সক্ষম হই। পিডিবি ও সিটি কর্পোরেশনের লোকজনসহ সবাই সমন্বিতভাবে আমরা কাজটি করেছি। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।
এই সড়কে ফ্লাইওভার নির্মাণের কাজ করছে সিডিএ। সড়কের পাশে টিনের ঘেরা দেয়া হয়েছে। সেখানে কোথাও কোথাও মাটিও কাটা হয়েছে। গাছটি অপসারণে যাওয়া বিভিন্ন সংস্থার কর্মীরা বলছেন, উপড়ে যাওয়া গাছটির গোড়া থেকে মাটি সরে গিয়েছিল। গাছটি অনেক পুরণো ও ডালপালাসহ বেশ ভারী। গোড়া থেকে মাটি সরে যাওয়ায় বৃষ্টির কারণে গাছটি সড়কে উপড়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গাছটি উপড়ে পড়ার একটু আগেই সড়কের ওই অংশে রিকশা দাঁড় করিয়ে চালক আড়ালে প্রস্রাব করতে যান। এমন সময়েই গাছটি উপড়ে পড়ে। গাছের ধাক্কায় বিদ্যুতের একটি খুঁটিও সড়কে পড়ে যায়। মিনিট দুইয়ের ব্যবধানে বড় দুর্ঘটনা থেকে বেঁেচ গেছেন ওই রিকশা চালক। এদিকে, এ ঘটনায় লালখান বাজার থেকে টাইগারপাসমুখী যান চলাচল করতে পারলেও টাইগারপাস থেকে লালখান বাজারমুখী যান চলাচল বন্ধ থাকে। এ সময় অফিস ফেরত মানুষকে যানজটে আটকে পড়ে ভোগান্তি পোহাতে হয়। অবশ্য, বিকল্প রাস্তা হিসেবে অনেকেই সিআরবি দিয়েও চলাচল করেছেন।