লালখান বাজারে সন্ত্রাসী হামলায় যুবক আহত

আধিপত্য বিস্তারের জের

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১২ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৪৮ পূর্বাহ্ণ

নগরীর লালখান বাজারের টাংকির পাহাড়ে সন্ত্রাসী হামলায় রাশেদ মোহাম্মদ অনিক (১৯) নামের এক যুবক আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। আহত অনিক ওখানকার মো. হানিফের ছেলে বলে জানিয়েছে পুলিশ। মো. হানিফ লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। খুলশী থানার ওসি শাহিনুজ্জামান বলেন, লালখান বাজারের ওই ঘটনা আধিপত্য নিয়ে ঘটতে পারে। লিখিতভাবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধমে মাসে ইউপি ভোট আয়োজনের পরিকল্পনা
পরবর্তী নিবন্ধভোট ডাকাতি করে আমার বিজয় ছিনিয়ে নিয়েছে : শাহাদাত