লালখান বাজারে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৬ কাঁচাঘর

গোয়াছি বাগান পাহাড়ে আগুন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৫ মার্চ, ২০২৫ at ৬:০৮ পূর্বাহ্ণ

নগরীর লালখান বাজার সংলগ্ন টাংকির পাহাড়ে অগ্নিকাণ্ডে ২৬টি কাঁচাঘর পুড়ে গেছে। অপরদিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পশ্চিম পাশের গোয়াছি বাগান সংলগ্ন পাহাড়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস চট্টগ্রামের ওয়ারলেস অপারেটর ইব্রাহিম খলিল আজাদীকে বলেন, সোমাবার (গতকাল) রাত ৯টার দিকে লালখান বাজারের টাংকির পাহাড়ে আল্লামা রুমী সোসাইটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এতে দুইজন মালিকের ২৬টি কক্ষের কাঁচা ঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে ১০টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৯ লাখ টাকার ক্ষতি এবং ২৮ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস।

অপরদিকে, গতকাল সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পশ্চিম পাশের গোয়াছি বাগান সংলগ্ন পাহাড়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোকারম হোসাইন বলেন, আগুন নিয়ন্ত্রণে চন্দনপুরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে। রাত সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ২০ হাজার টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। বিড়ি সিগারেটের আগুন থেকে পাহাড়ে পুরনো স্তূপ করা জিনিসপত্রে আগুন লাগে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধচেক ডিজঅনার : সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের আদেশ
পরবর্তী নিবন্ধশহীদ আবু সাঈদের বাবাকে আর্থিক সহায়তা সেনাপ্রধানের