লালখান বাজারে যুবক ছুরিকাহত বিক্ষোভ

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৯ ডিসেম্বর, ২০২০ at ৫:৩৪ অপরাহ্ণ

লালখান বাজারে সরকারদলীয় বিবদমান দুটি গ্রুপের একটি পক্ষের ছুরিকাঘাতে আলমগীর নামে এক ব্যক্তি আহত হয়েছেন। ওই ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল রাত সাড়ে ১০ নাগাদ খুলশী থানাধীন লালখানবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।
খুলশী থানার ওসি মো. শাহীনুজ্জামান আজাদীকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এলাকাটিতে দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর ধারাবাহিকতায় একটি গ্রুপ আরেকটি গ্রুপের ওপর হামলা করেছে। হামলায় একজন ছুরিকাহত হয়েছেন।
ওসি বলেন, হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
স্থানীয় সূত্রগুলো বলেছে, লালখান বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিতি জাহিদ গ্রুপের কয়েকজন মিলে আলমগীরের বাসায় গিয়ে তার ওপর হামলা চালিয়েছে। এ সময় আলমগীরকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসে। ওই ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। আলমগীর কাউন্সিলর পদপ্রার্থী আবুল হাসনাত বেলালের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।
গতকাল রাত ১১ টায় এলাকায় একটি পক্ষ এলাকায় অবস্থান নেয়ার পাশাপাশি বিক্ষোভ মিছিল করেছে। এ সময় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় ঘটনাস্থলে খুলশী থানার পাশাপাশি অতিরিক্ত পুলিশ নিয়োজিত ছিল।
এর আগে গত ৬ ডিসেম্বর আবুল হাসনাত বেলালের অনুসারীরা বাঘগোনা এলাকায় শরীফ নামে এক ব্যক্তির ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনায় খুলশী থানায় একটি মামলা দায়ের হয়েছিল। আহত শরীফ লালখান বাজার ওয়ার্ডের আরেক আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুসের অনুসারী হিসেবে পরিচিত।
স্থানীয়রা জানান, সিটি কর্পোরেশন নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে এলাকায় বিবদমান গ্রুপগুলোর মধ্যে বিভিন্ন সময় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে। এতে আতঙ্কিত এলাকার সাধারণ বাসিন্দারা।

পূর্ববর্তী নিবন্ধ২৫ বছরে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র
পরবর্তী নিবন্ধশিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল ১৬ জানুয়ারি পর্যন্ত