নগরীর লালখান বাজার এলাকার পোড়া কলোনি এলাকায় জমিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার এক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে রিদোয়ান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ। গতকাল তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদ্রাসার প্রধানের পূর্বপরিচিত রিদোয়ান প্রায়ই মাদ্রাসায় আসতেন। এরমধ্যে তিনি প্রায় দেড় মাস মাদ্রাসায় অবস্থান করেন। গত রোববার এক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ উঠে রিদোয়ানের বিরুদ্ধে। এই ঘটনার পর ভুক্তভোগী শিশুটির পরিবারের সদস্যরা এলাকাবাসীকে নিয়ে মাদ্রাসায় গিয়ে তাকে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিদোয়ানকে থানায় নিয়ে আসে।
এই ব্যাপারে খুলশী থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ আজাদীকে বলেন, লালখান বাজারে একটি মাদ্রাসা ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে রিদোয়ান নামে এক যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত রিদোয়ানের গ্রামের বাড়ি কক্সবাজারের ঈদগাঁর পোকখালী এলাকায়। তিনি ওই মাদ্রাসার প্রধানের অতিথি হিসেবে প্রায়শই মাদ্রাসায় আসেন।