লালখান বাজারে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৭ নভেম্বর, ২০২১ at ৮:৩৬ পূর্বাহ্ণ

নগরীর লালখান বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিনুর বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় ছেলে সাগর (২০)। সে হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
জগ থেকে পানি ঢালতে গিয়ে শাহিনুর বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাঘঘোনা এলাকার মসজিদ গলির ১৪ নম্বর আলী সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শাহিনুর বাঘঘোনা এলাকার আবুল খায়েরের স্ত্রী। পাঁচলাইশ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্বামী আবুল খায়ের জানান, বাসায় জগ থেকে পানি ঢালতে গিয়ে অসাবধানতাবশত: ইলেকট্রিক সুইচে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন শাহিনুর। মাকে বাঁচাতে গিয়ে তার ছেলে সাগরও বিদ্যুৎস্পৃষ্ট হয়। দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, পথেই মারা গেছেন শাহিনুর। সাগরের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসম্মাননা পেলেন অধ্যক্ষ মুকতাদের আজাদ খান
পরবর্তী নিবন্ধএকশ নির্মাণ শ্রমিকের মাঝে কম্বল বিতরণ