চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ সার্কেল ভূমি অফিসের আওতাধীন লালখান বাজারস্থ জামেয়াতুল উলুম মাদ্রাসা ও পোড়া কলোনী সংলগ্ন এবং অপরূপা আবাসিক এলাকা সংলগ্ন বিভিন্ন পাহাড়ের পাহাড় কাটা হচ্ছে কিনা তা সরেজমিনে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
গতকাল বুধবার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন আগ্রাবাদ সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হাসান তুরান। এসময় তিনি কেউ যাতে পাহাড় কাটতে না পারে সে ব্যাপারে কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, পাহাড় কাটা রোধে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। কাউকে পাহাড় কাটায় জড়িত পাওয়া গেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।