লালখান বাজারে দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৬ মার্চ, ২০২৫ at ৫:১৪ পূর্বাহ্ণ

নগরীর লালখান বাজারে ইফতার তৈরির জন্য স্বাস্থ্যকর পরিবেশ ও মানসম্মত রান্নাঘর না থাকায় দুটি রেস্টুরেন্টকে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। গতকাল সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইজহারুল আহম্মেদ শিহাব মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করেছেন।

ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম বলেন, লালখান বাজার এলাকার বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করলে দেখা যায়, রেস্টুরেন্টে ইফতার তৈরির জন্য স্বাস্থ্যকর পরিবেশ ও মানসম্মত রান্নাঘর নেই। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় দুটি রেস্টুরেন্টকে ২টি মামলায় ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

একই দিন নগরীর চকবাজার কাঁচাবাজারেও অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন মন্ডল অপু ও রাইয়ান ফেরদৌস এ অভিযান পরিচালনা করেন। এ অভিযান চলাকালে সয়াবিন তেল, খেজুর, ডিম, মাংস ফলমূলসহ বিভিন্ন পণ্যের বাজার পরিদর্শন করা হয়। একপর্যায়ে পাকা রশিদ না রাখা, মূল্য তালিকা প্রদশর্ন না করা ও যথাযথ লাইসেন্স না রাখার দায়ে কৃষি বিপণন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৪টি প্রতিষ্ঠানকে ৪টি মামলায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় আগুনে পুড়ল দুই ভাইয়ের বসতঘর
পরবর্তী নিবন্ধনগরে আওয়ামী লীগ ছাত্রলীগের আরো ৩০ জন গ্রেপ্তার