লালখান বাজারে চলন্ত প্রাইভেটকারে আগুন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ at ৮:০৪ পূর্বাহ্ণ

নগরীর লালখান বাজারের এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‌্যাম্পের কাছে গতরাতে চলন্ত একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়িটি পুরোপুরি পুড়ে গেলেও যাত্রী বা চালকের কেউ হতাহত হয়নি।

পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, গতরাত পৌঁনে এগারটা নাগাদ লালখান বাজারে রাস্তায় চলন্ত একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইঞ্জিনের ওভারহিটের কারণে আগুন লেগে যায়। আগুন গাড়িতে ছড়িয়ে পড়ে। তবে চালক এবং অপর দুই যাত্রী দ্রুত গাড়ি থেকে নেমে যাওয়ায় কেউ হতাহত হননি। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তারা চল্লিশ মিনিট চেষ্টা চালিয়ে আগুন আয়ত্বে আনে।

ফায়ার সার্ভিস আগুনে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারের অস্ত্র ও সঙ্গিনীকে খুঁজছে পুলিশ
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে অস্ত্র ঠেকিয়ে দুই গরু লুট