লালখান বাজারে ওয়ার্ড পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

| শুক্রবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৩ at ১১:০১ পূর্বাহ্ণ

প্রাথমিক শিক্ষা সনদ উপলক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা গতকাল নগরীর পূর্ব টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৪নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল।

 

প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে শিক্ষার্থীদের। স্বাস্থ্য ভালো রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। তিনি বলেন, দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মাণ করেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। শিক্ষার্থীদের বছরের প্রথম দিনেই বিনামূল্যে নতুন বই দিয়েছেন এবং শিক্ষার্থীরা পাচ্ছেন উপবৃত্তি।

পূর্ব টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেশমা আক্তারের সভাপতিত্বে ও লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ ইকবাল পারভেজের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিল আনজুমান আরা বেগম, থানা রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর আবদুল করিম, মির্জা মো. মনসুরুল হক, সেলিনা আফরোজ, কাজী বিবি রহিমা, মিজানুর রহমান, তপন সিং, মোজাম্মেল হোসেন সোহাগ, বিশ্বজিত চৌধুরী, আনোয়ার হোসেন, আলমগীর হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মডেল পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন