নগরীর লালখান বাজার চানমারি সড়কে এপিক প্রপার্টিজের কনডোমিনিয়াম আবাসন প্রকল্প এসএএস আরবান ব্রীজের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার প্রকল্প প্রাঙ্গণে গ্রাউন্ড ব্রেকিং প্রোগ্রামের মাধ্যমে এর নির্মাণকাজের উদ্বোধন করেন এপিক প্রপার্টিজের চেয়ারম্যান প্রকৌশলী এসএম লোকমান কবির। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এপিক প্রপার্টিজের পরিচালক প্রকৌশলী আনোয়ার হোসেন, নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম, সিনিয়র ম্যানেজার (সেলস এন্ড মার্কেটিং) কাজী আবদুল হামিদ, ব্যবস্থাপক (এইচ আর এডমিন) কাজী আরিফ, ব্যবস্থাপক (ক্রয়) মোহাম্মদ আজিজুর রহমান। এপিক প্রপার্টিজের পরিচালক প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, লালখান বাজার চানমারি সড়কে প্রায় ৩৮ কাঠা জায়গায় এপিকের কনডোমিনিয়াম এসএএস আরবান ব্রীজ প্রকল্পটি নির্মিত হচ্ছে। এই আবাসন প্রকল্পে থাকবে একই সাথে ১০৪টি ফ্ল্যাট। এর এপার্টমেন্ট সাইজ হবে ২০০০ থেকে ২২০০ স্কয়ার ফিট। প্রেস বিজ্ঞপ্তি।