নগরের লালখানবাজারের মতিঝর্ণা এলাকায় মো. ইমরান নামে এক যুবককে কুপিয়েছে প্রতিপক্ষ। দুই পক্ষের মধ্যে গত কয়েকদিনে বেশ কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হামলায় আহত যুবক মো. ইমরান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। মো. ইমরান দামপাড়া এলাকার বাসিন্দা তাজুল ইসলামের ছেলে। তিনি মেহেদীবাগ ন্যাশনাল হাসপাতালের ক্যান্টিনের কর্মচারী বলে জানা গেছে। খবর বাংলানিউজের।
আহত ইমরানের বন্ধু মো. আরিফ বলেন, আমার সঙ্গে দেখা করতে এসেছিল ইমরান। হঠাৎ করে মুন্না, জুয়েল, আলমগীরসহ কয়েকজন এসে আমাদের ওপর হামলা চালায়। এসময় ইমরানকে কোপ দেয় মুন্না। এখন সে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি। বিস্তারিত খোঁজ নিচ্ছি।
এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, যারা ইমরানদের ওপর হামলা করেছে তারা থানায় গেছে হামলায় আহতদের বিরুদ্ধে মামলা করার জন্য। লালখানবাজার এলাকায় আওয়ামী লীগের বিবাদমান দুইটি পক্ষের মধ্যে গত কয়েকদিন ধরে উত্তেজনা চলে আসছে। প্রায় এ এলাকায় মারামারি ও সংষর্ষের ঘটনা ঘটে থাকে। বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে।