নগরীর লালখান বাজারে আখতারুজ্জামান উড়াল সড়কের (ফ্লাইওভার) নিচ থেকে বস্তাবন্দী এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের নাম–পরিচয় জানা যায়নি। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে ৯৯৯ এ ফোন পেয়ে খুলশী থানা পুলিশ আনুমানিক ৪২ বছর বয়সী ওই নারীর মরদেহ উদ্ধার করে।
উড়াল সড়কের নিচে আইল্যান্ডের মাঝামাঝি স্থানে বস্তাবন্দী মরদেহটি পড়ে ছিল। খুলশী থানার ওসি মো. আফতাব হোসেন আজাদীকে বলেন, উড়াল সড়কের নিচে একটি মরদেহ পড়ে আছে, ৯৯৯–এ এমন খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। একপর্যায়ে মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। এটি আনুমানিক ৪২ বছর বয়সী একজন নারীর লাশ। তার নাম–পরিচয় জানা যায়নি। ধারণা করছি, ওই নারীকে মার্ডার করা হয়েছে এবং সেটি দুই থেকে তিনদিন আগে।
ওসি বলেন, আমরা ভিকটিম নারীর পরিচয় জানার চেষ্টা করছি। কোথা থেকে এ নারীকে বস্তায় ভরে, কম্বল মোড়িয়ে নিয়ে এসে উড়াল সড়কের নিচে ফেলা হয়েছে, সেটি তদন্ত করে বলা যাবে। কারা এর পেছনে রয়েছে, সেটিও আমরা খুঁজব। আমরা এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।