লালখানবাজারে অপহৃত ছাত্রীকে পাওয়া গেল কুমিল্লায়, গ্রেপ্তার ১

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৮ জুলাই, ২০২১ at ১০:৪২ পূর্বাহ্ণ

নগরী থেকে অপহৃত নবম শ্রেণির এক ছাত্রীকে গতকাল মঙ্গলবার ভোর ৫টার দিকে কুমিল্লা থেকে উদ্ধার করেছে খুলশী থানা পুলিশ। এ সময় অপহরণের দায়ে গ্রেপ্তার করা হয় আল আমিন (১৯) নামে এক যুবককে। সে কুমিল্লার মুরাদনগর ৮ নম্বর কাজীয়াতল এলাকার মৃত আবুল খায়েরের ছেলে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান জানান, আল আমিন লালখানবাজার পোড়া কলোনির বাসিন্দা। সে ওই কিশোরীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল। প্রেমের প্রস্তাবও দেয়। কিন্তু এতে সাড়া দেয়নি কিশোরী।
গত রোববার বিকেলে প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে দুই-তিনজন যুবক পোড়া কলোনির গলি থেকে জোর করে সিএনজিতে তুলে নেয় ওই কিশোরীকে। এরপর থেকে নিখোঁজ থাকে সে। পরে কিশোরীর বাবা খুলশী থানায় একটি অপরণ মামলা দায়ের করেন। সর্বশেষ গতকাল গ্রামের বাড়ি থেকে আল আমিনকে গ্রেপ্তার ও কিশোরীকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অপহরণে সম্পৃক্ত আল আমিনের আরো দুই সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রাণিসম্পদের ১৩ খাতে বিশ্বের সেরা দশে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধকাল নিলামে উঠছে প্রোভোক্স গাড়িসহ ৬১ লট পণ্য